Header Ads

”প্রযুক্তি জ্ঞান অর্জন করি, নিজেকে এগিয়ে রাখি”

free hit counter

Facebook Uses

 FACEBOOK ব্যবহার

আমরা যারা facebook  ব্যবহার করছি, একটু সচেতন হলেই অনেক অঘটন থেকে মুক্ত থাকতে পারি, যা আমাদের সমাজে প্রতিনিয়ত হচ্ছে। আমাদের একটু সচেতনার অভাবে চুরি হয়ে যেতে পারে সমস্ত তথ্য। যার কারনে মারাত্তক সমস্যায় পড়তে পারেন, আপনার facebook হ্যাকিং এর মাধ্যমে সমস্ত তথ্য নিয়ে যেতে পারে আরেকজন।যা আজকাল প্রতিনিয়ত হচ্ছে।

 কি কি হতে পারে?

 আপনার ফেকবুক এর কন্ট্রোল নিয়ে হ্যাকাররা- বিভিন্ন রকম ছবি, ভয়াবহ পোষ্ট, এমনকি ব্যক্তি, সমাজ, ধর্ম, রাষ্ট্রের বিরুদ্ধে যে কোন পোষ্ট দিয়ে দিতে পারে। সামান্য ব্যাপার নিয়ে আপনি আমি সমাজ বিভিন্ন সমস্যায় পড়তে পারি।তাছাড়া বিভিন্ন বাহানায় আপনার বন্ধু-বান্ধব, আত্বীয়-স্বজন, বা আপনার অধিনস্ত কর্মীর নিকট থেকে টাকার দাবি করে বসতে পারে।

আপনি কি নিরাপদ !

আপনি হয়তো ভাবছেন, অন্যর সমস্যা আমার সমস্যা নয়। অন্যকে সমস্যায় পরতে দেখে নিজে একটৃ হেসে দিচ্ছেন। ভাবছেন আমার প্রোফাইল লক করা আছে সমস্যা নেই। কিন্তু প্রোফাইল লক আসল সমাধান নয়। 

কি কি করতে হবে।

আপনার facebook page  এ সেটিংস সিকিউরিটি এলাম সেভ করে রাখতে পারেন। যা Two-factor authentication নামে পরিচিত। তাছাড়া আপনার পাসওয়ার্ড strong করে রাখতে পারেন। কিভাবে করবেন তা এই ভিডিও এর মাধ্যমে দেখানো হয়েছে।

 


No comments

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.